Designer

ডিজাইনার হব

ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই অনলাইনে কাজ করতে চাই।
খুব ভালো কথা তো আপনি কি ধরনের কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান?

তাতো জানিনা ভাইয়া 🤔

তাহলে কি আপনি একটি একাউন্ট খুলে বসে থাকবেন আর কাস্টমার এসে আপনাকে আপনার একাউন্টে টাকা দিয়ে চলে যাবে?

না ভাইয়া আমার বন্ধুবান্ধব অনেকেই করেছে এবং ফেসবুকে দেখেছি অনেকেই অনলাইনে ইনকাম করছে।
তারা কি কাজ করে ইনকাম করছে সেটা জানেন কি?

ফ্রিল্যান্সিং , আউটসোর্সিং গ্রাফিক ডিজাইন এগুলো করে।
শুনেছি ফাইভারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, ফ্রিল্যান্সারে কনটেস্ট করে, মাইক্রোস্টোক যেমন ফ্রি পিক, এডোবি স্টোক, ইত্যাদি ইত্যাদি এগুলোতে কাজ করে।

ভাইয়া আমি পরিবারের বড় ছেলে পুরো পরিবারের দায়িত্ব আমার ওপর বাবার ইনকাম নেই।
ভাইয়া আমি পড়াশোনা শেষ করে বেকার বসে আছি কাজ কাম নেই কারো কাছে মুখ দেখাতে পারি না।
প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে বেকার বলে প্রস্তাব দিতে পারছি না ফ্যামিলি থেকে মেনে নেবে না আমাকে শিখতেই হবে ভাইয়া কিছু একটা করুন। (এরকম ইমোশনাল কথা অনেকেই বলেন)

খুব ভালো কথা আপনি কারো কাছে শুনেছেন অনলাইনে টাকা ইনকাম করা যায় গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করা যায়।
কিন্তু এগুলো করার জন্য যে আপনাকে এই বিষয়গুলোতে দক্ষ হতে হবে সেটা কি আপনি জানেন?

ফ্রিল্যান্সারে ৫০০/১০০০ জন মানুষের ভিতর কনটেস্ট উইন করবেন এরকম কনফিডেন্স আছে?

আপনি কি সেই কোয়ালিটির কাজ জানেন?

ফাইবারে গিগ সাজিয়ে ক্লাইন্টকে আকৃষ্ট করে সার্ভিস দিবেন আপনি কি সেই কোয়ালিটি তৈরি করতে পেরেছেন বা সেই কোয়ালিটির কাজ জানেন?
বা যে বিষয়গুলো নিয়ে গিগ সাজাবেন সে বিষয়ে কাজ গুলো কি আপনি জানেন ভালো করে?

upwork এবং peopleperhour এ সার্ভিস প্রদান করবেন আপনি কি কি কাজ জানেন?

Adobe stock, shutterstock, freepik,
ইত্যাদি ইত্যাদি মাইক্রো স্টোক এ কাজ করবেন
খুব ভালো কথা
এখান থেকে যারা ডাউনলোড করে তারা বেশিরভাগ ছোটখাট ডিজাইনার এবং কোন না কোন কোম্পানিতে কাজ করে, আপনার ফাইলটি ডাউনলোড করে তারা রি-ডিজাইন করবে বা কোন একটা কাজে ব্যবহার করবে।
আপনার কি মনে হয় আপনি সেই লেভেলের কাজ করতে পারেন যা অন্য একজন ডিজাইনার ডাউনলোড করে তার কাজে লাগাতে পারবে?

কি আমার কথাগুলো শুনে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, অনলাইনে ইনকাম, একটু কঠিন মনে হচ্ছে তাই না🙂

আমি আপনাদের নিরুসাহিত করার জন্য কথাগুলো বলছি না, কোন কাজ করতে গেলে আগে কাজ শিখতে হয়।

আপনি প্লে থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ ইউনিভারসিটিতে পড়াশোনা করেন।
সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করার জন্য।

কত খড়কুটো পুড়িয়ে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, “ল” নিয়ে পড়াশোনা করেন।
তারপরেও দিনশেষে দেখা যায় ভালো একটা চাকরি পাওয়া যায় না।
চাকরির জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, ভালো সিভি তৈরি করতে হয় ইত্যাদি ইত্যাদি আর মামা চাচাতো আছেই।

কেন আপনি তো আপনার কোন ইঞ্জিনিয়ার বন্ধুকে বলেন না বন্ধু আমাকে দুই মাসে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও।

কোন ম্যাজিস্ট্রেটকে বলেন না আমাকে এক মাসে ম্যাজিস্ট্রেট বানিয়ে দাও।

ডাক্তার কে বলেন না আমাকে তিন মাসে ডাক্তার বানিয়ে দাও।

হ্যাঁ আমি বিশ্বাস করি এই জালিয়াতির যুগে ডাক্তার হওয়াটাও বড় কিছু না সার্টিফিকেট কেনা যায়,
অনুমোদন টাকা হলে পাওয়া যায়।

কিন্তু আপনি যখন কোন রোগীকে ওষুধ দিবেন, প্রেসক্রিপশন লিখবেন বা অপারেশন করবেন তখন একবার ভেবে দেখুন রোগীর অবস্থা কি হবে 🤔

এরকম গ্রাফিক ডিজাইনের অনেক সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং শুরু করবেন কিন্তু ভেবে দেখুন আপনার কাস্টমারের কি অবস্থা হবে 🙂

কোথাও কোর্স করতে গেলে চিন্তা করেন কোর্স শেষ ইনকাম করা শুরু করব,
অথচ হোমওয়ার্ক করার চেষ্টা করেন না, কাজের স্কিল বাড়ানোর চেষ্টা করেন না নিজেকে প্রফেশনাল করতে চান না। তাহলে কি প্রফেশনাল হওয়া এতই সহজ 🤔

আমি আবারও বলছি আমি আপনাদের নিরুসাহিত করছি না,
বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি।

আগে ভালোভাবে কাজ শিখুন, স্ক্রিল ডেভলপ করুন, কাজের কোয়ালিটি নিয়ে আসুন, প্রফেশনাল কোয়ালিটির কাজ করতে শিখুন, তারপর না হয় অনলাইনে কাজ করবেন বা ফ্রিল্যান্সিং করবেন ইত্যাদি ইত্যাদি।

আপনি কাজ না জেনেই যখন মার্কেটপ্লেসে কাজ করবেন তখন নিজে তো ক্ষতিগ্রস্ত হবেন সাথে যারা প্রফেশনাল আছে তাদের ভবিষ্যৎ কেউ নষ্ট করবেন।

মার্কেটপ্লেস এমন একটা জায়গা যেখানে সব ধরনের ডিজাইনের মূল্য আছে নতুন বা পুরাতন।
আপনার কাজের কোয়ালিটি যেমন আপনার মূল্যও তেমন।

যেমন একটি দোকানে শুধুমাত্র আপনার পছন্দের পণ্য বিক্রি হয় না বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন রকম,
ঠিক তেমনি মার্কেটপ্লেস সব ধরনের প্রোডাক্টের চাহিদা আছে।
এখানে যেমন কোয়ালিটির ডিজাইনার আছে ঠিক তেমন কোয়ালিটির কাস্টমার আছে।

শুধু এটুকুই বলবো সময় কে মূল্য দিন স্কিল ডেভলপ করুন, সময় আপনাকে মূল্যবান করে তুলবে।

হতাশা, ইমোশন এবং অতীতে কি করেছেন এগুলো নিয়ে চিন্তা করে অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান।

প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু করার ক্ষমতা আছে সেটি কাজে লাগান।

লক্ষ্য কোটি শুক্রাণুর ভেতর একটি শিশু জন্ম হয় সেটাই আপনি আমি, আমরা সবাই জন্মের সময় জিতেই পৃথিবীতে এসেছি।

কোন ডিজাইন কন্টেস্টে জেতা বড় কিছু নয় যদি কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারেন।

ক্ষুধা পেটে নিয়ে যেমন একটি শিশু কান্না করে, মা তাকে দুধ দিয়ে শান্ত করে।
যখন আপনার মুখের ভাষা ছিল না তখনও আপনি আপনার প্রয়োজন বোঝাতে পেরেছেন এবং সেটি পূরণ হয়েছে।

তাহলে এখন এত কিছু জানার পরেও আপনি কেন ক্লাইন্টকে সন্তুষ্ট করতে পারবেন না এবং কাজ নিতে পারবেন না এখন যথেষ্ট পরিমাণ বোঝানোর ক্ষমতা আপনার হয়েছে।

অনলাইন বলুন অফলাইন বলুন, কাজের অভাব নেই কিন্তু আপনাকে কাজ জানতে হবে।

হ্যাপি ফ্রিল্যান্সিং সবার জন্য শুভ কামনা
আমার কথাগুলোতে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন